জার্মানির নাৎসিদের সঙ্গে তুলনা হয় আ.লীগের: দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৫২
অ- অ+

জার্মানির নাৎসিদের সঙ্গে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের তুলনা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিয়ে কেউ যদি মনে করে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা সম্ভব, আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি। জার্মানির নাৎসিদের সঙ্গে তাদের তুলনা করা যায়।’

রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

দুদু বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতিতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। কেউ যদি এটা মিলাতে চান তাহলে তারা তাদের মত করে মিলাতে পারেন। তারা নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত হবেন। আওয়ামী লীগ যে শুধু এক মাসের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এমন নয়, তারা সুদীর্ঘ ১৫-১৬ বছর ধরে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।’

তিনি বলেন, ‘বাংলাদেশের শুরুতে সাড়ে তিন বছরের একটা মর্মান্তিক ইতিহাস আছে। সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি। এ কারণেই বাংলাদেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগের খুব প্রয়োজন এটা ভাবার কোনো কারণ নেই। কেউ যদি এটা ভাবেন, ভাবতে পারেন। ফ্যাসিবাদের তো দোসর থাকেই। পুলিশ প্রশাসন মিলিটারি এবং তাদের হাজার হাজার লুটের টাকা ছিল, তাদের কর্মীদের হাতে নির্বিচারে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি।’

কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘দেশের জনগণ যখন কাউকে প্রত্যাখ্যান করে, সেই প্রত্যাখ্যান কত নির্মম হয় তা গত দুই মাসে দেশের মানুষ ও বিশ্ববাসী দেখেছে। সে কারণে আগামী দিনে আওয়ামী লীগের ফিরে আসার খুব সুযোগ আছে বলে আমি মনে করি না।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইঙ্গিত করে ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, ‘নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য দেশের মানুষের জন্য অর্থনীতি ও রাজনীতির জন্য ভালো হবে। যেকোনো কথা বলে কেউ যদি নির্বাচন আড়াল করার চেষ্টা করে বুঝতে হবে সে আর যাই হোক জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। গত ২০ বছর ধরে এ দেশের মানুষ একটা ভোট দিতে পারে নাই। নানান কথা বলে উন্নয়নের কথা বলে, গণতন্ত্রের তথাকথিত শব্দ উচ্চারণ করে কেউ ইসলামের কথা বলে মানুষের ভোটাধিকারকে রোধ করার চেষ্টা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দলও মনে করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অর্থই হচ্ছে গণতন্ত্রের স্বপক্ষে কাজ করা। আপনি যতই যুক্তি দেন এমন কবিতা লিখে কোনো লাভ হবে না, যে কবিতা মানুষ বুঝতে পারে না।’

দুদু বলেন, ‘এমন কবিতাই চাই যে কবিতা নজরুল রবীন্দ্রনাথের, যে কবিতা দেশের মানচিত্র চিবিয়ে খাব এরকম কবিতা বলার চেষ্টা করিয়েন না- আগে সংস্কার তারপরে নির্বাচন। মানুষের সঙ্গে ভোটের সবচেয়ে বড় সংস্কার এর বাইরে যখন যাবেন তখনই দেশবাসী আপনাকে সন্দেহ করবেন, এরা বোধহয় ক্ষমতা ধরে রাখতে চায়। ভালো কাজটা আগে করেন, খারাপ কাজটা বাদ দেন।’

নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, বোঝার কোনো অসুবিধা নেই, গণতন্ত্রের আন্দোলন বন্ধ করা যাবে না। গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি, গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন নির্বাচন হবে। নির্বাচনে কাকে ক্ষমতায় আনবেন? আমি, আমার দল এবং এদেশের মানুষ মনে করে, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঠেকানোর জন্য কোর্ট ব্যবহার করা হয়েছে, নির্বাসনে পাঠানো হয়েছে। তাকে ঠেকানোর জন্য মৃত্যুর মুখোমুখি করা হয়েছে কিন্তু তিনি ভেঙে পড়েননি।’

তিনি বলেন, ‘কোনোভাবে ঐক্যবদ্ধ আন্দোলনকে ঠেকানো বা বিভক্ত করা যাবে না। যে যাই বলুক না কেন, আগামী দিন গণতন্ত্রের দিন, বিএনপির দিন, ধানের শীষের দিন, খালেদা জিয়া- তারেক রহমানের দিন। এই বিশ্বাসটাকে সামনে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

সংগঠনের সভাপতি মোক্তার আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা