বোয়ালমারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১৬:৩৬
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, সাংবাদিক আমীর চারু বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুবিধা ও ভোক্তা যেসব বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের অধিকার সংরক্ষণ আইনের একটি লিফলেট প্রকাশ ও সর্বসাধারণের মধ্যে তা বিতরণের প্রস্তাব গৃহীত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘আমরা স্ব স্ব কর্মক্ষেত্র থেকে ভোক্তাদের সচেতন করবো, বিশেষ করে উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি পণ্যের মোড়ক ব্যবহার না করে, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ঘটায়, পণ্য উৎপাদনে বৈধ প্রক্রিয়া না মানে, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাদের প্রতারণা করে, ওজনে ও পরিমাপে কারচুপি ও নকল পণ্য প্রস্তুত করে থাকে। তবে উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এছাড়া ব্যবসায়ীরা যদি পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করে, সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো যেমন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করে। বিক্রেতারা নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করে, পণ্য মজুত করা, ভেজাল পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করে তবে ভোক্তা বা ক্রেতা এ আইনের আশ্রয় নিতে পারবেন।

এ সময় সেমিনারে উপস্থিত অনেকেই নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তাদের অধিকার সংরক্ষণের অনুরোধ জানান।

(ঢাকা টাইমস/০৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে বিএনপি কর্মীর করা বিস্ফোরক মামলায় আ. লীগের ২১ নেতাকর্মী জেলহাজতে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা