জয়পুরহাটে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজলার উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজদ আলী দাদা ভাইকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল।
শনিবার বিকাল সোয়া চারটার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ভাইয়ের বিরুদ্ধে দুস্থদের সরকারি চাল আত্নসাতের অভিযোগ রয়েছে। গত দেড় বছর ধরে ১৯ জন সুবিধাভোগীর সরকারি চাল উত্তোলন করা হয়েছে। অথচ ওই সুবিধাভোগীরা কিছুই জানতেন না। গত জুলাই ও আগস্ট মাসের ভিজিডির চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলীর এই চালবাজি ধরা পড়ে।
এরপর গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ভাই আত্মগোপনে চলে যান।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের পর জয়পুরহাট সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গতকাল (শুক্রবার) এলাকায় আসেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল সোয়া চারটায় ওয়াজেদ আলী দাদা ভাইকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসআইএস)