খুবিতে নৈয়ায়িক ন্যাশনালস বিতর্কে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তৃতীয় নৈয়ায়িক ন্যাশনালস-২০২৪ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। ফাইনালে তারা হারায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দলকে।
শনিবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের লিয়াকত আলী মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. রেজাউল করিম বলেন, ‘শিক্ষাজীবনে সহশিক্ষা কার্যক্রমের মধ্যে বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবাদী করে তোলে এবং সমাজের উন্নয়নে সহায়তা করে।’
তিনি চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ বিইউপি দলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে বিতর্ক প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আশাপ্রকাশ করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৬টি দলের মধ্যে চূড়ান্ত বিতর্কের বিষয়বস্তু ছিল- ‘এই সংসদ সুন্দরবনে জীবিকা আহরণ ও পর্যটনের উদ্দেশ্যে প্রবেশ নিষিদ্ধ করবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল তাদের বিতর্কে প্রস্তাবনার পক্ষে যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে বিরোধীদলীয় নেতা জিল জাসওয়ান ডিবেটর অব ফাইনাল নির্বাচিত হন। যৌথভাবে শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার জিতেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জাফরিন আনাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধন মুখার্জি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. মো. নাজমুস সাদাত, নৈয়ায়িকের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. জোবায়ের হোসেন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মো. হাসান মাহমুদ, নৈয়ায়িকের সভাপতি মনিরুজ্জামান রিয়াদ, সাধারণ সম্পাদক আবির হাসান, আয়োজক কমিটির আহ্বায়ক মো. সোহেল আল সম্রাটসহ অন্যান্য অতিথি ও বিচারকমণ্ডলী।
(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এজে)

মন্তব্য করুন