১৫-১৭ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ২১:৪৬

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে প্রকাশে জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সম্মতি পাওয়া গেলে এই তিন দিনের যেকোনো এক দিন ফল প্রকাশ করা হতে পারে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘১৫, ১৬ ও ১৭ অক্টোবর এ তিনদিনের যেকোন একদিন রেজাল্ট প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। শিগগিরই ফল প্রকাশের তারিখ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।’

চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র (খাতা) মূল্যায়ন করে ফল তৈরি হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়। আর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি ও জেএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে।

এর আগে তপন কুমার সরকার জানিয়েছিলেন, যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে।

এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, পড়ালেখায়ও ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই, এমন দাবি জানিয়ে গত ২০ আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও ঘেরাও করেন। এতে এবারের এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষার পর আন্দোলনের কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়। এবার প্রায় সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

হাবিপ্রবি উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী করলে কোনো সমস্যা নেই: শিক্ষা উপদেষ্টা

জাবিতে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় যাচ্ছেন জবি উপাচার্যসহ ২ শিক্ষার্থী

আজ থেকে শুরু স্কুলে ভর্তি আবেদন, জেনে নিন প্রক্রিয়া

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহি, সম্পাদক মোতাহার

কুবিতে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে কার্টুন প্রদর্শনী

বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

দীর্ঘ ৪ বছর পর বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি কমিটি ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :