কাউন্টারে বসে সিনেমার টিকিট বেচলেন দেব-সৃজিত!

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১১:০৭
অ- অ+

টলিউড তারকা দেব অভিনীত ও প্রযোজিত ‘টেক্কা’ মুক্তি পাচ্ছে আগামী ৮ অক্টোবর। যেটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী। সিনেমার মুক্তিকে সামনে রেখে এখন চলছে কাউন্টারে কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি। সবাইকে অবাক করে সে কাজে লেগে গেলেন ‘টেক্কা’র নায়ক-পরিচালক স্বয়ং!

শনিবার বারুইপুরের এসফিএফ সিনেমা হলে গিয়ে হাজির হন দেব এবং সৃজিত। এরপর কাউন্টারে বসে নিজেরাই টিকিট বিক্রি করলেন দর্শকের মাঝে। তাদের দেখতেও বহু মানুষ ভিড় জমান সেখানে। চা খেতে খেতে আড্ডা দেওয়ার সঙ্গেই মজা করে নিজেদের সিনেমার টিকিট বিক্রি করেন দুজন।

বাদ যায়নি অটোগ্রাফ দেওয়া। সেলফিও তোলেন দর্শকদের সঙ্গে। এক অনুরাগী তো দেবকে এত কাছ থেকে দেখে রীতিমতো ঝরঝর করে কেঁদে ফেলেন। কেউ কেউ আবার টিকিট কাটার আগেই অটোগ্রাফ চাইতে শুরু করেন।

বর্তমানে টেক্কার গোটা টিম জমিয়ে প্রচার করছেন। সাক্ষাৎকার তো আছেই। ফেসবুক লাইভসহ বিভিন্ন জায়গায় গিয়ে দর্শকদের সঙ্গে সোজাসুজি কথা বলে সংযোগ তৈরি করছেন তারা। করছেন সিনেমার প্রচার। রবিবার তারা গ্লোব সিনেমায় যাবেন। তাদের হাত ধরে নতুন করে পথ চলা শুরু হবে এই সিনেমা হলের।

সৃজিত পরিচালিত ‘টেক্কা’ দেবকে একজন সাফাইকর্মীর চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম ইকলাখ। পুলিশ অফিসারের চরিত্রে আছেন নায়কের প্রেমিকা রুক্মিণী মৈত্র। সাংবাদিক ইরার চরিত্রে আছেন স্বস্তিকা মুখার্জী। আরও আছেন সৃজা দত্ত, দেবদান আরিয়ান ভৌমিক প্রমুখ।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা