শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল মায়ামি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫৪
অ- অ+

মেসির পায়ের জাদুতে বদলে গেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। মেসির জাদুতে ইতিহাসে প্রথম শিরোপা ‌‘লিগস কাপ’ জিতেছিল ইন্টার মায়ামি। দিন কয়েক আগেই মেসি সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতিয়েছেন দলকে। তার জাদু দেখতেই আজও মাঠে হাজির হয়েছিলেন দর্শক-সমর্থকরা।

কিন্তু ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো কিনা সেই লিওনেল মেসিকেই বেঞ্চে বসিয়ে রেখে একাদশ সাজালেন। দলও গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য যোগ করা সময়ের গোলে জয় পেয়েছে হেরনরা।

শনিবার (৫ অক্টোবর) এমএলএসের খেলায় টরেন্টোকে অন্তিম সময়ের গোলে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে লিওনার্দো কাম্পানা একমাত্র গোলটি করেন।

শেষ পর্যন্ত এই গোলেই জয় পায় মায়ামি। এই জয়ে দুই কনফারেন্স মিলিয়েই শীর্ষে আছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচে ২১ জয় এবং ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট তাদের। ইস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যায়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বাস ক্রু। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে এলএ গ্যালাক্সি। ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লস অ্যাঞ্জেলেস এফসি।

বিএমও ফিল্ডে এদিন মায়ামির শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেটসরা। যে কারণে সুবধা করে উঠতে পারছিল না হেরনরা। টরেন্টোর আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল তারা। ম্যাচে মায়ামি যেখানে ৪টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে সমর্থ হয়, টরেন্টো ১৫টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখেছে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মেসি এবং বুসকেটস এবং ৭১ মিনিটে সুয়ারেজকে নামান মায়ামির কোচ। এরপরই খেলায় প্রভাব বিস্তার করা শুরু করে হেরনরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা।

ম্যাচ গোলশূন্য ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে জ্বলে ওঠেন কাম্পানা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দারুণ ভলিতে গোল করেন এই ইকুয়েডরিয়ান স্ট্রাইকার। এটি মৌসুমে তার অষ্টম গোল।

(ঢাকাটাইমস/০৬ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা