ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, হারল দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১৫:১৬

খারাপ সময় যেনো শেষই হচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট কিংবা বল হাতে জ্বলে উঠতে ব্যর্থ হচ্ছেন তিনি। জাতীয় দলের খেলা শেষে সাকিব এখন ব্যস্ত রয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল)। তবে সেখানেও নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন সাকিব।

ভরসা করে সকিব আল হাসানের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিল লস অ্যাঞ্জেলস ওয়েভস। প্রথম ম্যাচে একেবারেই হতাশ করলেন সাকিব। নিউইয়র্ক লায়ন্সের বিপক্ষে ১৯ রানে হেরে যায় লস অ্যাঞ্জেলস।

শনিবার ডালাসে ব্যাটে-বলে সাকিব হয়েছেন চরম ব্যর্থ। ১ ওভার বল করে খরচ করেছেন ১৮ রান। আর টেস্ট মেজাজে ব্যাটিং করে তুলেছেন ১৬ বলে মাত্র ১৩ রান। ব্যাট হাতে সাকিবের ব্যাটিং ছিল দৃষ্টিকটু। যেখানে অন্যন্য ব্যাটাররা ঝড় তোলেন, সেখানে সাকিবের স্ট্রাইক রেট ১০০;র নীচে।

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে ১২৬ রান করে নিইইয়র্ক লায়ন্স। ওপেনার উপল থারাঙ্গা খেলেন ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস।

ভারতীয় সাবেক ব্যাটার সুরেশ রায়না দুর্দান্ত ফিফটি হাঁকান। বাঁহাতি এই ব্যাটার তিনে নেমে ২৮ বলে ৫৩ রান করেন। শেষ দিকে ৭ বলে ১২ রান করেন বেন কাটিং। লস অ্যাঞ্জেলসের হয়ে ১টি করে উইকেট নেন টাইমাল মিলস এবং পঙ্কজ কাম্পলি।

জবাব দিতে নেমে প্রথম বলেই আউট হন লস অ্যাঞ্জেলসের ওপেনার স্টেফান এসকিনাজি। তিন নম্বর ব্যাটিং পজিশনে নেমে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারছিলেন সাকিব। তবে অন্যপ্রান্তে মেরে খেলছিলেন অ্যাডাম রসিংটন।

দলীয় ২৮ রানের মাথায় আউট হন সাকিব। বেশিক্ষণ টেকেননি রসিংটনও। ১৫ বলে ৩১ রান করে আউট হন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার। রসিংটনের আউটে জয়ের আশা ম্লান হতে থাকে লস অ্যাঞ্জেলেসের। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০৭ রানে থামতে হয় সাকিবের দলকে। এতে ১৯ রানের জয় নিশ্চিত হয় নিউইয়র্ক লায়ন্সের।

(ঢাকাটাইমস/০৬ অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ইনজুরির কারণে আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেন গঞ্জালেস

১২ ছক্কা ৪৬ চারে অপরাজিত ৪২৬ রান, রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার

শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট বাতিল আইসিসির

২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় পাকিস্তানের

বাংলাদেশ দলের ভঙ্গুর ব্যাটিং অবস্থা নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন

টানা চতুর্থ হারে লজ্জার রেকর্ড গড়লেন গার্দিওলা ও ম্যানসিটি

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চেয়েছেন মোস্তাফিজ

মিলিতাও ও রদ্রিগোর বদলি হিসেবে ব্রাজিল দলে জায়গা পেলেন যারা

নাসুমের অসাধারণ প্রত্যাবর্তন নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

মেসি গোল পেলেও এমএলএসের প্লে-অফ থেকে ইন্টার মায়ামির বিদায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :