বশেমুরবিপ্রবি হলে মধ্যরাতে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৮| আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫৬
অ- অ+

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্বাধীনতা দিবস হলে শনিবার মধ্যরাতে অভিযান চালায় হল প্রশাসন। এতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে দলীয় পরিচয়ে হলের একটি সিট দখলকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে হল প্রশাসনের উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক হল দখলের অভিযোগ তোলে এবং অভিযান পরিচালনার অনুরোধ জানায়। অভিযানের সময় হল প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. কামরুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস হলের ৩০১, ৩০৬ ও ৩০৭ নম্বর রুমে দেশীয় অস্ত্রের মজুদ রয়েছে বলে অভিযোগ করে। এছাড়াও অভিযান শুরুর কিছুক্ষণ আগে অভিযুক্তদের বিরুদ্ধে রুমের জানালা দিয়ে হলের পেছনের জঙ্গলে রামদা, ছুরি, স্টিলের পাইপ, রড ফেলে দেওয়ারও অভিযোগ করা হয় যা পরবর্তীতে সরেজমিনে গিয়ে সত্যতা যাচাই করা হয়।

হলে অভিযান নিয়ে হল প্রভোস্ট মাহবুব আলম বলেন, ‘একটা রুমে কাউকে পাওয়া যায়নি। আর দুইটা রুমে ওরা অবস্থান করছিল। যেহেতু অভিযোগ এসেছে সাধারণ শিক্ষার্থীদের থেকে আমরা এখন হঠাৎ হঠাৎ বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করবো।’

অভিযুক্তদের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এর জন্য আমরা হল প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে আছে তাদের সাথে বসবো। আমাদের মেইন টার্গেট হচ্ছে হলে যাতে সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে অবস্থান করতে পারে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত জানতে চাইলে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ‘হলের একটা প্রশাসন আছে আমি একা তো সব না, আরও চার-পাঁচজন আছে তাদের সাথে বসে সিদ্ধান্ত জানানো হবে।’

(ঢাকা টাইমস/০৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের মধ্যে মতানৈক্য দেশটাকে খেয়ে ফেলবে: মির্জা আব্বাস 
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা