বশেমুরবিপ্রবি হলে মধ্যরাতে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫৬ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৮

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্বাধীনতা দিবস হলে শনিবার মধ্যরাতে অভিযান চালায় হল প্রশাসন। এতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে দলীয় পরিচয়ে হলের একটি সিট দখলকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে হল প্রশাসনের উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক হল দখলের অভিযোগ তোলে এবং অভিযান পরিচালনার অনুরোধ জানায়। অভিযানের সময় হল প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. কামরুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস হলের ৩০১, ৩০৬ ও ৩০৭ নম্বর রুমে দেশীয় অস্ত্রের মজুদ রয়েছে বলে অভিযোগ করে। এছাড়াও অভিযান শুরুর কিছুক্ষণ আগে অভিযুক্তদের বিরুদ্ধে রুমের জানালা দিয়ে হলের পেছনের জঙ্গলে রামদা, ছুরি, স্টিলের পাইপ, রড ফেলে দেওয়ারও অভিযোগ করা হয় যা পরবর্তীতে সরেজমিনে গিয়ে সত্যতা যাচাই করা হয়।

হলে অভিযান নিয়ে হল প্রভোস্ট মাহবুব আলম বলেন, ‘একটা রুমে কাউকে পাওয়া যায়নি। আর দুইটা রুমে ওরা অবস্থান করছিল। যেহেতু অভিযোগ এসেছে সাধারণ শিক্ষার্থীদের থেকে আমরা এখন হঠাৎ হঠাৎ বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করবো।’

অভিযুক্তদের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এর জন্য আমরা হল প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে আছে তাদের সাথে বসবো। আমাদের মেইন টার্গেট হচ্ছে হলে যাতে সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে অবস্থান করতে পারে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত জানতে চাইলে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ‘হলের একটা প্রশাসন আছে আমি একা তো সব না, আরও চার-পাঁচজন আছে তাদের সাথে বসে সিদ্ধান্ত জানানো হবে।’

(ঢাকা টাইমস/০৬অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবির সূর্য সেন বিতর্ক ধারার নেতৃত্বে জাবির-সাজিদ

ব্রাহ্মণবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের ‘তিতাস’ এর নেতৃত্বে লিমন-রবিন

ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জাবের হোসেন

যাত্রা করল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ ক্লাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননা: শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

জাবিতে অর্থনীতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত

ঢাবির হলে ছাত্রদলের পোস্টারিং, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় অবস্থান, জবি শিক্ষক বহিষ্কার

জবির প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :