জবিতে সুষ্ঠুধারার ক্যাম্পাস রাজনীতি থাকবে: জবি উপাচার্য

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:০০

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির ধারাকে পরিবর্তন করে ক্যাম্পাসে সুষ্ঠুধারার ছাত্ররাজনীতি থাকবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। পাশাপাশি শিক্ষার্থীদের সব দাবি ধীরে ধীরে পূরণ করার আশ্বাসও দিয়েছেন তিনি।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংস্কার ভাবনা’ শীর্ষক সেমিনারে উপাচার্য এসব কথা বলেন।

ছাত্ররাজনীতি বিষয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি না থাকলে শিক্ষার্থীরা কীভাবে গণতন্ত্রের চর্চা করবে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি পক্ষে আমি কিন্তু রাজনীতির যে কাঠামো সেখানে পরিবর্তন দরকার।’

অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বমোট ২৮টি দাবি উত্থাপন করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে করা দাবিগুলো হল: স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ, প্রো-ভিসি পদ সৃষ্টি, প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্যাম্পাসের ঐতিহ্য রক্ষা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমম্বয়, গবেষণা বৃদ্ধি, ই- লাইব্রেরীর আধুনিকরণ, আহত আন্দোলনকারীর পুনর্বাসন, স্বার্থান্বেষী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের পৃষ্ঠপোষকতা, ছাত্রী হলে লিগ্যাল সিট বরাদ্দ, ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদ নির্বাচন, অর্থ বরাদ্দ বৈষম্য, অবৈধ নিয়োগের পুনর্বিবেচনা, আন্দোলনের হামলাকারীদের শাস্তি, ফাইরুজ অবন্তিকা ও অঙকন বিশ্বাসের হত্যা মামলার বিচার, যৌন নিপীড়ন বিরোধী সেলের সক্রিয় কার্যক্রম, প্রক্টরিয়াল বডিতে তিনজন নারী প্রতিনিধিত্ব, আহত শিক্ষার্থীদের সম্মাননা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কারের দাবিগুলো করা হয়। যথাক্রমে আবাসন সমস্যার সমাধান, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ, টিএসসি নির্মাণ প্রস্তাব, ক্যাফেটেরিয়া নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার উন্নয়ন, আন্দোলনের স্মারক নির্মাণ, নারীবান্ধব ক্যাম্পাস, ছাত্রী হলের নতুন নামকরণ, ছাত্রী হলের মানোন্নয়ন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা, নানা অনুষদের ডিন ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০৬অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবির সূর্য সেন বিতর্ক ধারার নেতৃত্বে জাবির-সাজিদ

ব্রাহ্মণবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের ‘তিতাস’ এর নেতৃত্বে লিমন-রবিন

ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জাবের হোসেন

যাত্রা করল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ ক্লাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননা: শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

জাবিতে অর্থনীতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত

ঢাবির হলে ছাত্রদলের পোস্টারিং, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় অবস্থান, জবি শিক্ষক বহিষ্কার

জবির প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :