ডুসাটের সভাপতি জয়নাল ও সম্পাদক রিয়াজ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১৩:৫১
অ- অ+

উখিয়া-টেকনাফ থেকে মেধার স্বাক্ষর রেখে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ ডুসাট-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন। তারা যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

শুক্রবার ( অক্টোবর) সংগঠনের ১৪তম সাধারণ ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠনের বর্তমান সদস্যদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডুসাটের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইমরুল আল হাসান, সেলিম উল্লাহ। পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সদ্য সাবেক সভাপতি মোর্তজা হোসাইন শাফি এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ।

সাবেক সভাপতি মোর্তজা হোসাইন শাফি বলেন, 'আমরা আশাবাদী যে নবগঠিত কমিটি আন্তরিকতা নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।'

সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ বলেন, ‘আমাদের অগ্রযাত্রা নতুন নেতৃত্ব আরো বহুদূরে নিয়ে যাবে।’

সদস্যরা তার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে তা তিনি শতভাগ নিষ্ঠা একাগ্রতার সাথে পালন করবেন বলে জানান নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘উখিয়া-টেকনাফ বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক ও বহুবিধ সমস্যায় জর্জরিত একটি জনপদ। সাম্প্রতিক সময়ে এই জনপদের সবচেয়ে বড় সমস্যা হলো 'অপহরণ মুক্তিপণ' ডুসাটের উদ্যোগ প্রশাসনের সহায়তায় আমি এই সমস্যার একটি স্থায়ী সমাধান করতে চাই।’ তিনি সবার দোয়া সহযোগিতা কামনা করেন।

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, রোহিঙ্গা সংকট এবং মাদকের করাল গ্রাসে পড়ে উখিয়া-টেকনাফের কোনো মেধাবী শিক্ষার্থী যেন উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটি নিয়ে কাজ করবে ডুসাট।

২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উখিয়া-টেকনাফ থেকে আসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা