বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৫, ১৪:৫৮
অ- অ+

ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে দুই হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।

শনিবার বেলা ১১টার দিকে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জাহিদুল ইসলাম (২২ ) পাবনা জেলার সদর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা ও জহিরুল ইসলাম (২২) একই জেলার সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে দুই হিজড়া ধান্যখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ধান্যখোলা ক্যাম্পের বিজিবির একটি টহলদল তাদেরকে জেলেপাড়া নামক এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন ৫ বছর আগে তারা অবৈধভাবে ভারতে যান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া বিজিবি পোস্ট কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/১০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা