ঢাবিতে ক্যানসার সচেতনতায় সিম্পোজিয়াম, অক্সফোর্ড অধ্যাপকের প্রবন্ধ উপস্থাপন

​​​​​​​ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ মে ২০২৪, ১৬:৩৪ | প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১৫:১৬

জাতীয় ক্যানসার সচেতনতা প্রচারকাজের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্) এবং ক্যানসার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর যৌথ উদ্যোগে 'ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট এন্ড ট্রিটমেন্ট অব ক্যানসার' শীর্ষক ৩য় আন্তর্জাতিক সিম্পোজিয়াম রবিবার কারস্ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে এই সিম্পোজিয়াম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক স্যার ওয়ালটার বোডমার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সিসিআরটিবি-এর ট্রাস্টি অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক এবং অনকোলজি ক্লাবের সভাপতি অধ্যাপক এম এ হাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিসিআরটিবি-এর সভাপতি ড. মুস্তাক ইবনে আয়ূব স্বাগত বক্তব্য দেন এবং সহ-সভাপতি ড. এস এম মাহবুবুর রশিদ ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী দেশ-বিদেশের গবেষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মরণব্যাধি এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এজন্য ক্যানসার বিষয়ে জনসচেতনতা কার্যক্রম আরও বৃদ্ধি করতে হবে। ক্যানসারের ওপর আরও বেশি গবেষণা কার্যক্রম পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ বিষয়ে চিকিৎসক, গবেষকসহ সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সিম্পোজিয়ামে দেশ-বিদেশের গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৬মে/এসকে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :