নটর ডেম কলেজের নামে ভর্তি কোচিং, সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ মে ২০২৪, ১৫:৫৪ | প্রকাশিত : ২৫ মে ২০২৪, ১৫:২৬

রাজধানীর বিভিন্ন জায়গায় দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজের নামে ভর্তি কোচিং বাণিজ্য চলছে। কলেজ ক্যাম্পাস সংলগ্ন আরামবাগ এলাকায় এসবি ভর্তি কোচিং সেন্টারের ব্যানার দেখা গেছে।

এসব বিজ্ঞাপনে প্ররোচিত না হওয়ার আহ্বান জানিয়ে কলেজের ওয়েবসাইটে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কলেজে ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষ বা শিক্ষকদের কোনো ভর্তি কোচিং পরিচালিত হয় না। আর এ কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আলাদাভাবে কোনো কোচিংয়েরও প্রয়োজন হয় না। কিন্তু কলেজ ক্যাম্পাসের বাইরে বিশেষ করে আরামবাগ, ফকিরাপুল, কমলাপুরসহ আশপাশের বিভিন্ন স্থানে নটর ডেম কলেজের নাম ব্যবহার করে কোচিং বাণিজ্যের প্রতারণায় লিপ্ত রয়েছে একাধিক চক্র। নটর ডেম কলেজের কোনো শিক্ষক অথবা সাবেক শিক্ষক ভর্তি কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত নন।

(ঢাকাটাইমস/২৫মে/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :