আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৪, ১৪:০৮
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরে ডুবে তাইফ নামে সাত বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাইফ উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের দুবাই প্রবাসী জায়েদ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়তো।

জানা যায়, তাইফকে নিয়ে তার মা ঘুমিয়েছিলেন। সকালে কখন সে ঘুম থেকে উঠে যায় টের পায়নি তাইফের মা। ঘুম থেকে উঠে ছেলেকে না দেখে খুঁজতে থাকেন তিনি। সকাল ৯টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে শিশু তাইফের মা গিয়ে ছেলেকে উদ্ধার করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মা। বার বার কান্নায় ভেঙে পড়ছেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার আরএমও (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লুৎফর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/১৬জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পদের হিসাব ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা