পাকিস্তানের বোলিং তোপে ১০৬ রানেই থামল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৪, ২২:৩৪
অ- অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালের আসর থেকে আগেই বিদায় হয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ডের। আজ রবিবার কেবল নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমেছে দুই দল। গুরুত্বহীন ম্যাচে আইরিশদের ৯ উইকেট তুলে মাত্র ১০৬ রানে বেঁধে ফেলেছে পাকিস্তান।

রবিবার (১৬ জুন) লডারহিলে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কিন্তু ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে।

এদিন রানের খাতা খোলার আগেই অ্যান্ডি বালবার্নির উইকেট হারায় আইরিশরা। ওভারের তৃতীয় বলে বালোবার্নিকে বোল্ড করা শাহিন আফ্রিদি পঞ্চম বলে শিকার করেন ২ রান করা লারকান টাকারকে। পরের ওভারে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে (১) রানে ফেরান মোহাম্মদ আমির।

তৃতীয় ওভারে ফিরে হ্যারি ট্যাক্টরকে (০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাহিন। মাত্র ১৫ রানে ৪ উইকেট হারিয়ে তখন কাঁপছে আয়ারল্যান্ড।

ষষ্ঠ ওভারে আঘাত হানেন আমির। ১০ বলে ১১ রান করা জর্জ ডকরেলকে আউট করেন তিনি। হারিস রউফ পরের ওভারে ফেরান কার্টিস ক্যামফারকে (৭)। মাত্র ৩২ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড।

গ্যারেথ ডেলানি ও মার্ক আডায়ারের ৩৫ রানের জুটিতে কিছুটা হালে পানি পায় আইরিশরা। কিন্তু ডেলানিকে আউট করে এই জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম। আউট হওয়ার আগে মাত্র ১৯ বল ১ চার ও ৩ ছয়ে ৩১ রান করেন ডেলানি।

৩ রান যোগ হতেই আডায়ারও বিদায় নেন। ইমাদ ওয়াসিমের বলে আউট হওয়ার আগে ১৯ বলে ১৫ রান করেন তিনি।

শেষ দিকে জশ লিটল একাই লড়েন। ১৮ বলে ২ চার ও ১ ছয়ে ২২ রান করেন তিনি। বেন হোয়াইট ২০ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন।

পাকিস্তানের পক্ষে বল হাতে নেতৃত্ব দিয়েছেন শাহিন আফ্রিদি। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে আয়ারল্যান্ডের টপ অর্ডার একাই গুড়িয়ে দেন। ইমাদ ওয়াসিম ৪ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মোহাম্মদ আমির ৪ ওভারে ১১ রান দিয়ে একটি মেডেনসহ ২ উইকেট শিকার করেন।এছাড়া হারিস রউফ ১টি উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/১৬ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় আম গাছের চূড়া থেকে ৭ ঘণ্টা পর উদ্ধার  কিশোরী
রামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা
ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে
রোনালদোপুত্রের অভিষেকে পর্তুগালের জয়, পিতার আবেগঘন পোস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা