ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৫, ১০:২৬
অ- অ+

ইতালির দক্ষিণাঞ্চলে অবস্থিত মাউন্ট এটনা আবারও ভয়াবহ অগ্ন্যুৎপাতের মুখোমুখি হয়েছে, যা ইউরোপজুড়ে আগ্নেয়গিরি গবেষকদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এটি ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, এবং প্রতি বছরই একাধিকবার অগ্নুৎপাত ঘটে থাকে। কিন্তু এবারের ঘটনাটি ছিল হঠাৎ এবং ভয়ানক, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতেও।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) রাতে তীব্রভাবে অগ্ন্যুৎপাত করে বিপুল পরিমাণ ছাই ও লাভা নির্গত করেছে। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব ক্রেটার থেকে শুরু হয়ে ঘন ঘন বিস্ফোরণের মাধ্যমে লাভার দুটি ছোট স্রোত দক্ষিণ ও পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে।

এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দেশটির ‘জাতীয় জনসুরক্ষা দফতর’। বিবৃতিতে জানানো হয়, এটনা পূর্ব-সতর্কতা পর্যায়ে প্রবেশ করেছে। লাভার ফোয়ারার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। যেকোনো মুহূর্তে সেটি জোরালো বিস্ফোরণ ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরইমধ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সিসিলি’র শহর কাতানিয়া। আগ্নেয়গিরিটির সবচেয়ে কাছে এই শহরের অবস্থান। পৃথিবীর সবগুলো আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে বেশিদিন যাবৎ সক্রিয় মাউন্ট এটনা। ৪২৫ খ্রিস্ট পূর্বাব্দ থেকেই সক্রিয় আছে এটি।

উল্লেখ্য, ৩৩০০ মিটার উচ্চতার এটনা আগ্নেয়গিরিটি চলতি বছরে এ পর্যন্ত ১৩ বার অগ্ন্যুৎপাত ঘটিয়েছে, যার মধ্যে ফেব্রুয়ারি ও এপ্রিলেও উল্লেখযোগ্য অগ্ন্যুৎপাত দেখা গিয়েছিল।

(ঢাকাটাইমস/১৪ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা