ঈদের দিন বন্ধ থাকবে পানাম ও সোনারগাঁ জাদুঘর

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৪, ১৮:২৫
অ- অ+

নারায়ণগঞ্জের দুটি পর্যটন কেন্দ্র সোনারগাঁ জাদুঘর ও পানাম সিটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সোমবার (১৭ জুন) ঈদের দিন বন্ধ থাকবে।

রবিবার ট্যুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ পরিদর্শক দেলোয়ার হোসেন ঢাকা টাইমকে এ তথ্য জানান।

তিনি জানান, দুটি পর্যটন কেন্দ্র সোনারগাঁ জাদুঘর ও পানাম সিটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সোমবার (১৭ জুন) ঈদের দিন বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে চালু থাকবে। ইতোমধ্যে সোনারগাঁ জাদুঘর, পানাম সিটি পর্যটন স্পটগুলো ঈদকে ঘিরে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। আমরা এসব স্পটের নিরাপত্তায় দর্শনার্থীদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি আরও জানান, আমাদের দুটি টিম সোনারগাঁ জাদুঘর ও পানাম সিটিতে থাকবে। এছাড়া সাদা পোশাকে সিভিল টিম বিশেষ নজরদারির দায়িত্ব পালন করবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

(ঢাকা টাইমস/১৬জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা