বিয়ে দেখা হলো না চাচা-ভাতিজার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় প্রতিবেশীর বিয়ে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
রবিবার দুপুরে উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামের শামীম মিয়ার ছেলে নয়ন মিয়া (৯) একই গ্রামের লিটন মিয়ার ছেলে নাঈম মিয়া (১২)।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামের ফারুক মিয়ার বাড়ির বিদ্যুতের খুঁটি থেকে অনিরাপদভাবে বিদ্যুৎ সংযোগ নেয় প্রতিবেশী বাচ্চু মিয়া। রবিবার বাচ্চু মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে দেখার জন্য নয়ন ও নাঈম সে বাড়িতে যায়। এ সময় অনিরাপদভাবে আনা বিদ্যুতের সংযোগের তারে বাচ্চু মিয়ার বাড়ির একটি টিনের ঘর বিদ্যুতায়িত ছিল। নয়ন ও নাইম যাওয়ার পথে ঘরটি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
এদিকে ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। দূরদূরান্ত থেকে মানুষ শিশু দুটিকে একনজর দেখার জন্য ভিড় করছে।
(ঢাকা টাইমস/১৬জুন/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন