প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লোকালয় প্লাবিত, ভেঙেছে বাঁধ

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ২৭ মে ২০২৪, ১২:২২ | প্রকাশিত : ২৭ মে ২০২৪, ১০:২২
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি

প্রবল ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতে উপকূলে আঘাত হেনেছে। রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এখন এটি খুলনার কয়রায় অবস্থান করেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ বিভিন্ন উপকূলীয় জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঝড়ের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের তোড়ে বরগুনার আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।

খুলনার দাকোপ উপজেলায় রবিবার মধ্যরাতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। উপজেলার শিবসা ও ঢাকী নদীর বাঁধ ভেঙে তিলডাঙ্গা ইউনিয়নের কামিনীবাসিয়া গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকা তলিয়ে যায়। অপরদিকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সন্ধ্যা ছয়টার দিকে খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে। এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ বনভূমি। এতে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ে প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের আগে সাতক্ষীরার শ্যামনগরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে শওকাত মোড়ল (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় উচ্চ জোয়ারের পানিতে ভেসে গিয়ে শরীফুল ইসলাম (২৪) নামের একজনের মৃত্যু হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের তোড়ে বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৬০০ মিটার ভেঙে গেছে। বাঁধটি পায়রা নদীতে বিলীন হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামসংলগ্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর থেকে পানি গড়িয়ে লোকালয়ে প্রবেশ করেছে। এতে সেখানকার চারটি গ্রাম প্লাবিত হয়েছে।

অন্যদিকে কক্সবাজারে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পৌরসভার নাজিরাটেক, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, উত্তর নুনিয়াছটাসহ অন্তত ২১টি গ্রাম। এসব গ্রামের হাজারো মানুষকে গৃহপালিত প্রাণী, প্রয়োজনীয় সরঞ্জাম, কাপড়চোপড় নিয়ে নিরাপদ আশ্রয়ে শহরের দিকে ছুটতে দেখা যায়।

বরিশাল নগরের রূপাতলীর জিয়ানগর, খ্রিস্টানপাড়া, পলাশপুর, বেলতলা, মোহাম্মদপুর, রসুলপুর, দক্ষিণ রূপাতলী, ভাটিখানা, কাউনিয়া, প্যারারা রোড, সদর রোড, কেডিসিসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানা গেছে। এসব এলাকার বাসিন্দাদের ঘরে পানি উঠলে তারা ঘরবন্দি হয়ে পড়েছেন। গুরুত্বপূর্ণ একাধিক সড়ক চলে গেছে পানির নিচে।

বাগেরহাটে গাছপালা উপড়ে সঞ্চালন লাইনের ওপর পড়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপসহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপের সব কটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। নিঝুম দ্বীপের প্রধান সড়কের ওপরে ২ ফুট উচ্চতায় পানি প্লাবিত হয়েছে। ভেসে গেছে অনেকের মাছের খামার ও পুকুরের মাছ।

(ঢাকাটাইমস/২৭মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :