রাজধানীতে বৃষ্টিসহ দমকা বাতাস

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টিসহ দমকা বাতাস বইছে। সোমবার ভোর থেকে বিভিন্ন এলাকায় দমকা বাতাস ও বৃষ্টি হচ্ছে।
বৈরি আবহাওয়ার কারণে কর্মস্থলগামী মানুষেরা ভোগান্তিতে পড়েছেন। এদিকে আজ সকালে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বইছে। হচ্ছে বর্ষণ। খবর পাওয়া গেছে।
এদিকে বৈরি আবহাওয়ার কারণে রবিবার সন্ধ্যা থেকে সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালীসহ বিভিন্ন উপকূলীয় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
রবিবার রাতে প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানে। রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে।
(ঢাকাটাইমস/২৭মে/এফএ)

মন্তব্য করুন