রাঙ্গাবালীতে রেমালের হানায় নিম্নাঞ্চল প্লাবিত, একজনের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ মে ২০২৪, ১৩:৩৪| আপডেট : ২৭ মে ২০২৪, ১৩:৪২
অ- অ+

বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল রবিবার সন্ধ্যায় দেশের উপকূলে আঘাত হানে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার।

এই ঝড়ের প্রভাবে বিদ্যুৎ পুরোপুরি বন্ধ রয়েছে। অস্বাভাবিক জোয়ারে উপকূলজুড়ে বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেক জায়গায় বাঁধ ভেঙে গেছে এবং বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে। মাছের ঘের ভেসে যাওয়াসহ বেশ সম্পদহানির আশঙ্কাও করা হচ্ছে।

ঘূর্ণিঝড়টি পুরোপুরি স্থলভাগ অতিক্রম করে যেতে দীর্ঘ সময় নেওয়ার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এ কারণে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসহ উপকূলীয় ৯ জেলায় ১০ নম্বর মহাবিপৎসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং উপকূলীয় জেলা চট্টগ্রামসহ সাত জেলায় ৯ নম্বর মহাবিপৎসংকেত বহাল ছিল। উপকূলীয় ১৬ জেলার নদীবন্দরে ছিল ৪ নম্বর নৌ বিপৎসংকেত।

প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রের অংশটি রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাটের মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক রবিবার রাত ১টার দিকে ঢাকা টাইমসকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের সামনের অংশটি উপকূল স্পর্শ করতে শুরু করেছিল সন্ধ্যার দিকে। ঘূর্ণিঝড়টির স্থলভাগ সম্পূর্ণ অতিক্রম করতে পাঁচ থেকে সাত ঘণ্টা লাগবে।

(ঢাকাটাইমস/২৭মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা