চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল কলকাতা? জানুন অন্যদের প্রাপ্তিও

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৭ মে ২০২৪, ১২:৪৮

এবারের আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েই ফাইনালে উঠেছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল ম্যাচে সেই হায়দ্রাবাদকে হারিয়েই তৃতীয় শিরোপা ঘরে তুলেছে নাইট বাহিনী।

রবিবার রাতে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের তোপে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় হায়দ্রাবাদ। এরপর মাত্র ১০ ওভার ত বল মোকাবিলা করেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। উল্লাসে ফেটে পড়েন গ্যালারিতে থাকা কেকেআর মালিক শাহরুখ খানসহ হাজার হাজার দর্শক।

কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কত টাকা ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স? রানারআপ দল হায়দ্রাবাদসহ অন্যান্যরাই বা কী পেলেন? জানার আগ্রহ থাকে অনেকেরই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, এবারের আইপিএল থেকে কার কী প্রাপ্তি।

১. চ্যাম্পিয়ন- কলকাতা নাইট রাইডার্স (ট্রফি ও ২০ কোটি টাকা)।

২. রানারআপ- সানরাইজার্স হায়দ্রাবাদ (শিল্ড ও ১২.৫ কোটি টাকা)।

৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান)- বিরাট কোহলি (৭৪১ রান) (স্মারক ও ১০ লাখ টাকা)।

৪. পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট)- হার্শাল প্যাটেল (২৪ উইকেট) (স্মারক ও ১০ লাখ টাকা)।

৫. ইলেক্টিক স্ট্রাইকার্স অব দ্য ম্যাচ- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লাখ টাকা)।

৬. ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ- মিশেল স্টার্ক (ট্রফি ও ১ লাখ টাকা)।

৭. ফাইনালে সব থেকে বেশি ছক্কা- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লাখ টাকা)।

৮. ফাইনালে সব থেকে বেশি চার- রহমানউল্লাহ গুরবাজ (ট্রফি ও ১ লাখ টাকা)।

৯. ফাইনালে সব থেকে বেশি ডট বল- হর্ষিত রানা (স্মারক ও ১ লাখ টাকা)।

১০. প্লেয়ার অব দ্য ফাইনাল ম্যাচ- মিশেল স্টার্ক (ট্রফি ও ৫ লাখ টাকা)।

১১. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- নীতীশ রেড্ডি (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১২. ইলেক্টিক স্ট্রাইকার্স অব দ্য টুর্নামেন্ট- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৩. ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- সুনীল নারিন (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৪. টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা- অভিষেক শর্মা (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৫. টুর্নামেন্টের সব থেকে বেশি চার- ট্র্যাভিস হেড (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৬. টুর্নামেন্টের সেরা ক্যাচ- রমনদীপ সিং (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- সানরাইজার্স হায়দ্রাবাদ (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৮. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সুনীল নারিন (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৯. সেরা মাঠ ও পিচ- হায়দ্রাবাদ (ট্রফি ও ৫০ লাখ টাকা)।

(ঢাকাটাইমস/২৭মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :