খাগড়াছড়িতে ডিসি পার্কের লেকের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৪, ১৯:২৭
অ- অ+

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে ঘুরতে এসে লেকের পানিতে ডুবে ইসরাফিল (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে পার্কে বেড়াতে এসে লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

মৃত ইসরাফিল মানিকছড়ি উপজেলার গুচ্ছগ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, ইসরাফিলসহ সহপাঠী তিনজন পার্কের লেকে কায়াকিং নিয়ে ঘুরতে নামে। একপর্যায়ে কায়াকিং (বোট) ভিড়িয়ে লেকের পাড়ে নামে ইসরাফিল। এরপর লাফ দিয়ে বোটে ওঠার সময় বোটটি উল্টে যায়। এতে ইসরাফিল সাঁতার না জানায় পানিতে ডুবে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ইসরাফিলকে পানির নীচ থেকে তুলে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ইসরাফিলের মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পানিতে তলিয়ে যাওয়া ইসরাফিলকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও বাঁচানো যায়নি।

(ঢাকা টাইমস/১৭জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা