টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি পুকুর থেকে বিউটি আকতার ঝর্ণা (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত বিউটি আকতার ঝর্ণা উপজেলার কালিয়ান পাড়া তেতুলিয়া চালা গ্রামের মিজানের স্ত্রী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, একবছর আগেও তিনি মানসিক রোগী ছিলেন। চিকিৎসার পর সাময়িক সুস্থ হন। গত মে মাসে তিনি একই রোগে আবার আক্রান্ত হন। চিকিৎসার চলমানকালে গত ১৬ জুন ভোররাতে নিখোঁজ হন বিউটি আক্তার ঝর্ণা। আত্মীয়-স্বজন ও এলাকায় কোথাও তার খোঁজ না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিখোঁজের তথ্য প্রচার করে ওই গৃহবধূর স্বামী। একদিন পর বাড়ির পাশে একটি পুকুরে ওই গৃহবধূর মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা।
মৃত গৃহবধূর স্বামী বলেন, আমার স্ত্রী মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসাও চলমান ছিল। নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা খবর দেন। পরে সখিপুর থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সখিপুর থানার উপ-পরিদর্শক সুকান্ত রায় (এস আই) বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/১৭জুন/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন