কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সোহাগ তালুকদার আর নেই

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংসদের (রাকসু) সাবেক ক্রীড়া সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার তার ঢাকার বাসায় তিনি মারা যান।
কালকিনি পৌরসভার কাষ্টগড় গ্রামের কৃতি সন্তান সোহাগ তালুকদার ক্যানসারে আক্রান্ত ছিলেন।
তিনি ভারতে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে এসেছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ এশার মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য শাজাহান খান, যুগ্ম সম্পাদক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও পৌরসভার মেয়র এস এম হানিফ।
(ঢাকা টাইমস/১৭জুন/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন