ফার্গুসনের ইতিহাসের দিন ৭৮ রানেই শেষ পাপুয়া নিউগিনির ইনিংস

টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ওভার মেডেন দেয়া মানেই অনেক কিছু। সেখানে চার ওভারের সবকটিতেই মেডেন দিলে তো ইতিহাসের পাতায় নাম ওঠা উচিত সেই বোলারের। আর ঠিক এমনটাই করেছেন কিউই পেসার লকি ফার্গুসন। পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজের করা ৪ ওভারের সবকটিতেই মেডেন দিয়েছেন তিনি। তার পাশাপাশি বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন ফার্গুসন।
এদিকে কিউই পেসারদের বোলিং তোপে মাত্র ৭৮ রানেই অলআউট হয়ে গেছে পাপুয়া নিউগিনি। অর্থাৎ বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতে নিউজিল্যান্ডকে করতে হবে ৭৯ রান।
অপরপ্রান্তে আরেক পেসার লকি ফার্গুসনও শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন। শুধু দুর্দান্ত বোলিংই নয়, আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে চার ওভারের সবকটিতে মেডেন দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এই রেকর্ড গড়লেন ফার্গুসন। ৪ ওভারে কোন রান না দিয়ে ৩ উইকেট পেয়েছেন এই কিউই পেসার। কানাডার অধিনায়ক সাদ বিন জাফর ইতিহাসের প্রথম বোলার যিনি টি-টোয়েন্টিতে ৪ ওভারে কোন রান দেননি। পানামার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
এদিকে ফার্গুসন ছাড়াও বাকিরাও দারুণ বোলিং করেছেন। টিম সাউদি ৪ ওভারে ১১ রানে নিয়েছেন২ উইকেট। আর বিশ্বকাপে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়াও ইশ সোধি ৩.৪ ওভারে ২৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।
এদিকে পাপুয়া নিউগিনির মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান পার করতে পেরেছেন। তাদের মধ্যে চার্লস আমিনি দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ১৭ রান করেছেন। নরম্যান ভানুয়ার ব্যাট থেকে এসেছে ১৪ রান। দুই দলই এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে দুই দলের জন্যই এটি শুধু আনুষ্ঠানিকতার ম্যাচ।
(ঢাকাটাইমস/১৭ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন