২৪ রানেই নেপালের চার উইকেট তুলে নিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৪, ০৭:৫২| আপডেট : ১৭ জুন ২০২৪, ০৮:৪৭
অ- অ+

ঈদের দিনের সকালে ভক্তদের নিরাশ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। তবে বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। শুরুতেই নেপাল শিবিরে তাণ্ডব চালাচ্ছেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজ। যার ফলে ২৪ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে নেপাল।

সহজ লক্ষ্য তাড়া করর ম্যাচে নেপালের হয়ে ওপেনিংয়ে নামেন কুশল ভুর্টেল ও আসিফ শেখ। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান কুশল ভুর্টেল। তার বিদায়ে ৯ রানেই প্রথম উইকেট হারায় নেপাল।

কুশল ভুর্টেলের বিদায়ের পরে এক বল পরেই অনিল সাহকে ফেরান তানজিম তামিম। তানজিম তামিমের বলে নাজমুল হোসেনের শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যোন অনিল সাহ। তার বিদায়ে ৯ রানেই ২ উইকেট হারালো নেপাল।

৯ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন আসিফ শেখ ও রোহিত পাউডেল। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়নোর চেষ্টা করে নেপাল। তবে এই জুটিও ভাঙেন তানজিম সাকিব। তানজিম সাকিবের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন রোহিত পাউডেল। তার বিদায়ে ২০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল।

দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে গেলেন আসিফ শেখ। তানজিম সাকিবের পর এবার নেপাল শিবিরে আঘাত হানেন মুস্তাফিজ। মুস্তাফিজের বলে শর্ট কাভারে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেলেন আসিফ। তার বিদায়ে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যযে নেপাল।

এর আগে সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। টস হেরে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। নেপালের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ব্যাটিংয়ে নেমে মাত্র ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। পঞ্চম উইকেটে জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলীয় ৫২ রানে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে ২২ রানেই ভেঙে যায় এই জুটি। এই জুটি ভাঙার পর আর ম্যাচে ফিরতে পারেনি নাজমুল শান্তর দল। দশম উইকেটে তাসকিন-মুস্তাফিজের ১৪ বলে ১৮ রানে ভর করে ১৯ ওভার ৩ বলেই সব উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা