ঈদের দিন গাজীপুরে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৪, ১৩:১৮| আপডেট : ১৭ জুন ২০২৪, ১৫:৩৩
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক বন্ধু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

ঈদের দিন সোমবার ভোর পৌনে ৪টার দিকে টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটির ফ্লাইওভারের উপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার দুলাল সরদারের ছেলে ও নিহত অপরজন রাকিব। রাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতের নাম মো. নাজিম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, ভোর রাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে টঙ্গীর দিকে আসছিল। তাদের বহনকারী দ্রুতগতির মোটরসাইকেলটি টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটির ফ্লাইওভারের উপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে দেলোয়ার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। গুরুতর আহত নাজিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন দেলোয়ার ও রাকিবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

(ঢাকা টাইমস/১৭জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা