হরিরামপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৪, ১৭:৫৭
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়ায়) এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুটির নাম স্বপ্নময়। সে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়া) গ্রামের ভবতোষের ছেলে।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাঘরের পাশে হাঁটছিলো শিশুটি। এ সময় তাকে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যাওয়ার পরে হঠাৎ শিশুটি কান্নাকাটি করলে পরিবারের লোকজন এগিয়ে আসে। কিন্তু কেউ কোন সাপ না দেখায় কোন কিছু বুঝতে পারেনা। সবাই ভাবে হয়ত ভিমরুল কামড় দিয়েছি। তাই প্রতিদিনের ন্যায় খাওয়া শেষ করে শিশুটি ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে শিশুর চেহারা অস্বাভাবিক হয়ে গেলে তারা প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। সেখানে কোনো কাজ না হলে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলী হোসেন বলেন, দেড় বছরের ছোট ছেলেটি সাপের কামড়ে মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এ জন্য সবার উচিত রাস্তাঘাটের ঝোপঝাড়সহ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

(ঢাকা টাইমস/১৭জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৫-২৬ অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা