সিরাজগঞ্জে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৪, ১৯:৫৭
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বেহুলাপাড়ার আলামিন (২৮), মোছা আকলিমা খাতুন (৫৫), মামুন (৩২), আব্দুল আলীম (৩৫), মনিরুল ইসলাম (২৬), শান্ত হোসেন (২২)। আরও কয়েকজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ছয়জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম। তিনি জানান, এখনও দুই পক্ষের কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ার সামাজিক ভাগের মাংস ভাগাভাগির সময় ওই পাড়ার মোতালেব হোসেন নামে একজন মাংস নিতে আসা নারীদের আগে মাংস দিতে বলেন। এ সময় ওই সমাজের মাতব্বর মো. আব্বাস আলী তালিকা ধরে যেমনভাবে আছে তেমনভাবে মাংস ভাগাভাগির কথা বলেন। এ নিয়ে মোতালেব হোসেনের সঙ্গে আব্বাস আলীর তর্ক বেঁধে যায়। এক পর্যায়ে নারীদের আগে মাংস দেওয়া না দেওয়া নিয়ে সমাজের কিছু সদস্য বিভক্ত হয়ে দু’ পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি দিয়ে মারপিট ও দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।

(ঢাকা টাইমস/১৭জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা