অবশেষে ভাঙল দীপেন্দ্র-কুশল জুটি

ঈদের দিনের সকালে ভক্তদের নিরাশ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। তবে বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছ বাংলাদেশ। ২৬ রানেই তুলে নেয় নেপালের ৫ উইকেট। তবে এরপরেই জুটি গড়েন দীপেন্দ্র সিং ও কুশল মাল্লা। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠেছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন মুস্তাফিজ।
সহজ লক্ষ্য তাড়া করর ম্যাচে নেপালের হয়ে ওপেনিংয়ে নামেন কুশল ভুর্টেল ও আসিফ শেখ। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান কুশল ভুর্টেল। তার বিদায়ে ৯ রানেই প্রথম উইকেট হারায় ন্পোল।
কুশল ভুর্টেলের বিদায়ের পরে এক বল পরেই অনিল সাহকে ফেরান তানজিম তামিম। তানজিম তামিমের বলে নাজমুল হোসেনের শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যোন অনিল সাহ। তার বিদায়ে ৯ রানেই ২ উইকেট হারালো নেপাল।
৯ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন আসিফ শেখ ও রোহিত পাউডেল। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়নোর চেষ্টা করে নেপাল। তবে এই জুটিও ভাঙেন তানজিম সাকিব। তানজিম সাকিবের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন রোহিত পাউডেল। তার বিদায়ে ২০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল।
দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে গেলেন আসিফ শেখ। তানজিম সাকিবের পর এবার নেপাল শিবিরে আঘাত হানেন মুস্তাফিজ। মুস্তাফিজের বলে শর্ট কাভারে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেলেন আসিফ। তার বিদায়ে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যযে নেপাল।
মুস্তাফিজের পর নেপাল শিবিরে আবারও আঘাত হানেন তানজিম সাকিব। তানজিম সাকিবের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সুন্দীপ জোরা। সুন্দীপ জোরার বিদায়ে ২৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে নেপাল।
২৬ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন দীপেন্দ্র সিং ও কুশল মাল্লা। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠেছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন মুস্তাফিজ। মুস্তাফিজের বলে নাজমুল শান্তর হাতে ক্যাচ তুলে দিযে সাজঘরে ফিরে গেলেন ৪০ বলে ২৭ রান করা কুশল মাল্লা। তার বিদায়ে ভাঙল ৫২ রানের জুটি।

মন্তব্য করুন