রাজবাড়ীতে কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কোরবানির মাংস গলায় আটকে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
মৃত ইমরান হোসেন উপজেলার নারুয়া ইউপির বিলটাকাপোড়া আবুল কাসেমের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে কোরবানির মাংস খাওয়ার সময় ইমরানের গলায় আটকে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে ইমরানকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার এসআই মো. নাসির উদ্দীন।
(ঢাকা টাইমস/১৭জুন/এসএ)

মন্তব্য করুন