সুপার এইটে প্রতিপক্ষ হিসেবে যাদের পাচ্ছে বাংলাদেশ

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে ১৭ বছর পর আবারও বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিলো টাইগাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সাত দল চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু বাংলাদেশ। শেষ দল হিসেবে সুপার এইটে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল।
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে নাম লেখানোর কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল টাইগাররা। আজ নেপালের বিপক্ষে ২১ রানের জয়ের মাধ্যমে যা পূর্ণতা পেল।
চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে বাংলাদেশ ডি গ্রুপের দ্বিতীয় নম্বর দল হিসেবে উঠেছে। সুপার এইটে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।
সূচিও বেশ কঠিন। অস্ট্রেলিয়া এবং ভারতের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে টানা দুই দিন (২১ এবং ২২ জুন) ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এরপর দুদিন বিরতি পাবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ২৫ জুন।
এদিকে বিশ্বকাপের প্রথম আসরেই সুপার এইটে খেলে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন আসরে গ্রুপ পর্বের বাধাও টপকাতে পারেনি।
সুপার এইটের গ্রুপিং
গ্রুপ-১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ গ্রুপ-২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ম্যাচের সূচি
সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে ২১ জুন ভোর সাড়ে ৬টায় হবে এ ম্যাচ। পরের দিন রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ২৫ জুন সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা।
(ঢাকাটাইমস/১৭ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন