নেপাল শিবিরে তানজিম সাকিবের জোড়া আঘাত

ঈদের দিনের সকালে ভক্তদের নিরাশ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। তবে বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। শুরুতেই নেপাল শিবিরে জোড়া আঘাত হেনেছেন তানজিম হাসান সাকিব। যার ফলে ৯ রানেই ২ উইকেট হারিয়েছে নেপাল
সহজ লক্ষ্য তাড়া করর ম্যাচে নেপালের হয়ে ওপেনিংয়ে নামেন কুশল ভুর্টেল ও আসিফ শেখ। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান কুশল ভুর্টেল। তার বিদায়ে ৯ রানেই প্রথম উইকেট হারায় নেপাল।
কুশল ভুর্টেলের বিদায়ের পরে এক বল পরেই অনিল সাহকে ফেরান তানজিম তামিম। তানজিম তামিমের বলে নাজমুল হোসেনের শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যোন অনিল সাহ। তার বিদায়ে ৯ রানেই ২ উইকেট হারালো নেপাল।
এর আগে সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। টস হেরে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। নেপালের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ব্যাটিংয়ে নেমে মাত্র ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। পঞ্চম উইকেটে জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলীয় ৫২ রানে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে ২২ রানেই ভেঙে যায় এই জুটি। এই জুটি ভাঙার পর আর ম্যাচে ফিরতে পারেনি নাজমুল শান্তর দল। দশম উইকেটে তাসকিন-মুস্তাফিজের ১৪ বলে ১৮ রানে ভর করে ১৯ ওভার ৩ বলেই সব উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

মন্তব্য করুন