৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মোর্ত্তজার পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে সাকিব আল হাসান। সোমবার (৬ মে) ডিপিএলে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে এই মাইলফক স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। লিস্ট 'এ' ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। ম্যাচের হিসেবে সময়টা একটু বেশি লেগেছে সাকিবের। ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে টাইগার অলরাউন্ডার খেলেছেন ৩০৮ ম্যাচ।
আজ ফতুল্লায় প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে ফিরিয়ে ৪০০ উইকেট পূর্ণ করেন শেখ জামালের সাকিব। এদিকে, সাকিবের চারশো উইকেটের মাইলফলকের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রানে থেমেছে প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক জাকির হাসান। সাকিবের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৯৫ বলে ৮৫ রান করেছেন তিনি। এ ছাড়া ৯৪ বলে ৭৮ রান করেছেন মুশফিকুর রহিম।
অন্যদিকে, ১০ ওভার বল করে ৪২ রান খরচায় দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব। এ ছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন শফিকুল ইসলাম, আরিফ আহমেদ ও তাইবুর রহমানও।
(ঢাকাটাইমস/০৬ মে/এনবিডব্লিউ)

মন্তব্য করুন