উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান থেকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল ছোড়া হয়েছে।
বুধবার রাত দশটার পর তথ্য উপদেষ্টা যমুনার সামনে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকদের সঙ্গে নিয়ে তাদের কাছে গেলে এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে বোতল ছোড়া হয়। তবে কে বা কারা বোতল নিক্ষেপ করেছে তা এখনও জানা যায়নি।
পরে তিনি সেখান থেকে সরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মাহফুজ আলম বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র তার ওপরে আক্রমণ করেছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা মাহফুজ। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাবোটাজ করার চেষ্টা করছে, তারা কারা তাদের নাম বলতে চাই না।
তিনি বলেন, আমি বিশ্বাস করি যারা আমার ওপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয়, আন্দোলনকারীদের মাঝে থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্রুতই প্রধান উপদেষ্টা বৈঠক করবে। বৈঠকে শিক্ষার্থীদের ৩ দফা দাবির বিষয়ে সমাধান করার চেষ্টা করা হবে। যেকোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে। কিছু হলেই যমুনায় চল, এমন আর হবে না। সরকার কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে।(ঢাকাটাইমস/১৪মে/এলএম/এমআর)

মন্তব্য করুন