২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৫, ২৩:৫৬
অ- অ+

দেশের ১৫০টি পৌরসভায় ২০৩০-২০৩২ সালের মধ্যে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট (সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা) কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এহেতেশামুল রাসেল খান।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত “বাংলাদেশ কান্ট্রি বিজনেস প্ল্যান ২০২৫-২০৩০” উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এহেতেশামুল রাসেল খান বলেন, ‘আমরা এখনো কনভেনশোনাল পদ্ধতিতে পানি ও স্যানিটেশন সুবিধা প্রদান করে থাকি। শুধুমাত্র অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, অপারেশন, মেইনটেন্যান্স এবং সোশ্যাল মোবিলাইজেশনসহ সক্ষমতা গড়ে তোলাও জরুরি। আমরা দেখেছি যে, সরকারি প্রতিষ্ঠান হিসেবে জনবল ও সক্ষমতার ঘাটতি রয়েছে। তবে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহায়তায় আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছি।’

তিনি জানান, ইতোমধ্যে ৫০টি পৌরসভায় ইন্ট্রিগেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রম শুরু হয়েছে এবং আরও ৮০টি পৌরসভায় শিগগিরই কার্যক্রম শুরু হবে। সব মিলিয়ে ১৫০টি পৌরসভায় এই প্রকল্প ২০৩০ থেকে ২০৩২ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা- ওসাপ বাংলাদেশ ২০০৭ সাল থেকে দেশের নিম্ন আয়ভিত্তিক জনগোষ্ঠীর জন্য পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি ও আচরণ পরিবর্তনে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংস্থাটি ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রংপুরসহ ৩২টি পৌরসভায় সফলভাবে কাজ করেছে এবং বর্তমানে আরও কয়েকটি সিটি কর্পোরেশন ও পৌরসভায় কার্যক্রম পরিচালনা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার কর্মাশিয়াল ম্যানেজার কাজী শহিদুল ইসলাম ও কোকা-কোলার কান্ট্রি হেড মমশাদ আলী খান। এছাড়া ওসাপ লন্ডন অফিসের প্রতিনিধি জেরেমি হর্নার ও আনজো ফ্রান্সিস এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহাও উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
জবি শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ছাত্রশিবিরের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা