নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নিবে দেশ কোন দিকে এগোবে: ডা. জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নিবে দেশ কোন দিকে এগোবে।
আজ বুধবার (১৪ মে) দুপুরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, যত দ্রুত আগামী দিনে জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে, জনগণ তত তার অধিকার প্রয়োগ করতে সক্ষম হবে। জনগণের অধিকার জনগণকে ফেরত দেয়ার জন্য অতিদ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
জেলা-উপজেলা ও পৌর ইউনিটের নেতাদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, ‘আগামীর বাংলাদেশ কীভাবে সুন্দর করা যায় সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করছি। সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে কীভাবে ঐক্যবদ্ধভাবে জনগণের সমর্থন আদায় করা যায় সেই লক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব ইউনিটের নেতাদের কাজ করতে হবে।’
ডা. জাহিদ আরও বলেন, জনগণের দাবি আদায়ের জন্য ঐক্যের বিকল্প কিছু নেই। ঐক্যবদ্ধভাবে এগোতে পারলেই ৩১ দফার পেছনে জনগণের সমর্থন আদায় করা যাবে।’
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।
এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
(ঢাকাটাইমস/১৪মে/মোআ)

মন্তব্য করুন