জবি শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ছাত্রশিবিরের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৫, ২৩:০৯
অ- অ+

তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ সংক্রান্ত বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক ও ন্যায্য দাবির পক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করে। মৎস্য ভবন এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে তাদের বাধা প্রদান করে এবং হামলা চালায়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী, অন্তত ৫ জন শিক্ষক ও ৬ জন সাংবাদিক আহত হয়েছেন। মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এমন দমনমূলক আচরণ বিগত ফ্যাসিবাদী শাসনের নির্মম চিত্রকেই মনে করিয়ে দেয়।

তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে একটি নিরাপদ আবাসন এবং সহায়ক পরিবেশ অপরিহার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীর প্রধানতম সমস্যা হলো আবাসন সংকট। দেশের প্রাচীনতম কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হলেও আবাসন সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশেষ করে পুরোনো ১২টি হল উদ্ধার করতে না পারা, নতুন হল নির্মাণে দীর্ঘসূত্রিতা, পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়নে ব্যর্থতা ও বাজেট সংকট বিশেষভাবে লক্ষণীয়। অপরদিকে ঢাকায় উচ্চ বাসা ভাড়া শিক্ষার্থীদের ওপর ব্যাপক আর্থিক চাপ সৃষ্টি করছে। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।

বিবৃতিতে আরও বল হয়, মতপ্রকাশ ও ন্যায্য দাবি উপস্থাপন একটি সভ্য রাষ্ট্রে নাগরিকদের মৌলিক ও সর্বজনস্বীকৃত অধিকার। এমন যৌক্তিক আন্দোলনে বাধা প্রদান করা গ্রহণযোগ্য নয়। আমরা এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্তসাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

(ঢাকাটাইমস/১৪মে/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা