না ফেরার দেশে ‘টাইটানিক’ সিনেমার সেই ক্যাপ্টেন

হলিউডের প্রবীণ অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন। যিনি অস্কারজয়ী বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এ ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। এছাড়া পরবর্তীতে ‘লর্ড অব দ্য রিংস’ সিনেমায় অভিনয় করেও বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন।
বিবিসির খবর বলছেম রবিবার ভোরে মারা গেছেন অভিনেতা বার্নার্ড হিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুর সময় তার পাশে ছিলেন বাগদত্তা অ্যালিসন এবং ছেলে গ্যাব্রিয়েল। যদিও বার্নার্ডের মৃত্যুর কারণ জানা যায়নি।
বিখ্যাত এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছে গোটা হলিউড। এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, ‘তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথচলা সত্যিই অন্য রকম ছিল। শান্তিতে থাকুন বেনি।’
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী বার্নার্ড হিল। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ এবং পরবর্তীতে ‘লর্ড অব দ্য রিংস’ ছাড়াও ‘গান্ধী’, ‘শার্লি ভ্যালেন্টাইন’ এবং ‘দ্য স্করপিয়ন কিং’-এ অভিনয় করেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
সবশেষ বিবিসি প্রযোজিত ‘দ্য রেসপন্ডার’ নামের একটি নাটকের মাধ্যমে টিভি পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। কাকতালীয়ভাবে নাটকটির সম্প্রচার শুরু হয়েছে রবিবার তার মৃত্যুর দিন থেকে। নাটকটিতে আরেক খ্যাতিমান অভিনেতা মার্টিন ফ্রিম্যানও অভিনয় করেছেন।
(ঢাকাটাইমস/০৬মে/এজে)

মন্তব্য করুন