ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রবিবার ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল১২ এ তথ্য জানিয়েছে।
ইয়েমেন থেকে সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ওই বিমানবন্দরে বিমান চলাচল কতদিন পর্যন্ত স্থগিত রাখা হবে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয়।
আল জাজিরা বলছে, গত শুক্রবার রাতে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত হোদেইদা ও সালিফ বন্দরে ১৫টি যুদ্ধবিমান দিয়ে ৩০টি বোমা ফেলেছে ইসরাইল। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
ইসরাইলের হামলার একদিন পর ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হলো। হুতিরা বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে।
(ঢাকাটাইমস/১৮ মে/আরজেড)

মন্তব্য করুন