নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে খোকন (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সুন্দরপুর টুকুন গাজী পালোয়ান বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন ওই বাড়ির আলী আজ্জমের ছেলে।
পুলিশ জানায়, চাটখিল পৌর এলাকার টুকুন গাজী পালোয়ান বাড়ির খোকনের ঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালায় পুলিশ। পরে ওই ঘর থেকে খোকনকে গ্রেপ্তার করে তার সঙ্গে থাকা ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশিকুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত খোকনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। সে পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হবে।”
(ঢাকাটাইমস/১৮মে/এফএ)

মন্তব্য করুন