ফ্রান্স না ক্রোয়েশিয়া, কী বলছে জ্যোতিষী উট? (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১১:৪৬ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১১:১৮

রাশিয়া বিশ্বকাপের পর্দা নামবে আজ। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে শিরোপার জন্য মুখোমুখি হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া। ফাইনাল ম্যাচে কে হবে বিশ্বচ্যাম্পিয়ন ইতিমধ্যে তা নির্ধারণ করে ফেলেছে এবারের আসরে সাড়া জাগানো জ্যোতিষী উট শাহীন।

রাশিয়া বিশ্বকাপে শুরু থেকেই জ্যোতিষীর ভূমিকায় ছিলো একটি রাশান বিড়াল। যার নাম ছিল একিলিস। কিন্তু তাকে ছাড়িয়ে জ্যোতিষীর ভূমিকায় সবার নজর কেড়েছে শাহীন নামক একটি উট। গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও নক-আউটপর্ব ছিলো তার বাজিমাত। দ্বিতীয় রাউন্ডের আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই শাহীন উট। দুটি সেমিফাইনালেও সত্য হয়েছে তার ভবিষ্যদ্বাণী।

৩২ দলের এই বিশ্বযুদ্ধের চুড়ান্ত মহারণ আজ। আর এই ম্যাচে জ্যোতিষী শাহীনের গননা মতে চ্যাম্পিয়ন হবে ক্রোয়েশিয়া। তার সামনে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার পতাকা রাখা হলে সে ক্রোয়াটদের পতাকাটাই বেছে নেয়। শেষ ছয় ম্যাচের মত এই ম্যাচেও শাহীনের কথা সত্যি হয় কিনা তাই এখন দেখার অপেক্ষায়!

(ঢাকাটাইমস/১৫জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :