সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
  প্রকাশিত : ১২ মে ২০২৪, ১৮:১৮
অ- অ+

ফরিদপুরের সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১১ মে) সন্ধ্যায় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কেশারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কারবারিরা হলেন, মুকসুদপুর উপজেলার কৃষ্ণদিয়া এলাকার মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে মতিউর রহমান মুন্সী (৪৫), আশিক মুন্সী (৩০) এবং জেলার হাজারীবাগ এলাকার গফুর মোল্যার ছেলে আজগর আলী মোল্যা (৩০)।

রবিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন।

তিন বলেন, গ্রেপ্তার হওয়া ওই তিন মাদককারবারি দেশের বিভিন্নস্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন ধরে সালথায় সরবরাহ করে আসছে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সালথা থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা