সড়কে মৃত্যুর মিছিল থামাতে চলছে চালকের ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৪, ১৭:৪৪| আপডেট : ১২ মে ২০২৪, ১৭:৪৯
অ- অ+
অভিযানে আটক দুই ট্রাক চালক (গোল দাগ চিহ্নিত)। ছবি: ঢাকা টাইমস।

সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে ফরিদপুরে যানবাহনের ফিটনেস টেস্টের পাশাপাশি চলছে চালকদের ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দোষী চালকদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে বিআরটিএ, সিভিল সার্জনের চিকিৎসক টিম ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এ অভিযান শুরু হয়েছে।

রবিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এসময় বিভিন্ন গাড়ির কাগজপত্র, চালকদের ডোপটেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

‘বেপরোয়া নয়, গতিসীমার মধ্যে গাড়ি চালান, সড়ক দুর্ঘটনা রোধ করুন’ এই স্লোগানকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে গাড়ির কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি করা হচ্ছে চালকদের স্বাস্থ্য পরীক্ষা। এসময় চালকদের রক্তচাপ ও ডায়াবেটিক পরীক্ষার পাশাপাশি ডোপটেস্টও করা হয়। অভিযানে দুই ট্রাক চালকের ডোপটেস্ট রেজাল্ট পজেটিভ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম জানান, সম্প্রতি ফরিদপুরের বিভিন্ন মহাসড়কে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে গাড়ির ফিটনেস চেকের পাশাপাশি চালকদের স্বাস্থ্য পরীক্ষার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম হাতে নেওয়া হয়। নেশাগ্রস্ত ও অসুস্থ চালকদের দ্বারা গাড়ি চালালে দুর্ঘটনায় পতিত হতে পারে, এমন আশঙ্কা থেকে এই অভিযান চালানো হচ্ছে। এসময় বিভিন্ন দূরপাল্লার বাস ও ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষার করার সঙ্গে চালকদের প্রেসার মাপা, ডায়াবেটিক টেস্ট ও ডোপটেস্ট করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মে ৫টি গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এছাড়া ডোপটেস্ট পজিটিভ থাকায় দুজন গাড়ি চালককে আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং ট্রাক দুটি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিআরটিএর পরিদর্শক এনামুল হক ইমন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল আমিনসহ পুলিশ ও এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘ আমরা ফরিদপুরের মহাসড়কগুলোতে মৃ্ত্যুর মিছিল থামাতে চাই। যেহেতু এই অঞ্চল দুর্ঘটনা প্রবল, সে কারণেই আমরা ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত রাখবো।’

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার অকালে চুল পাকা ঠেকায়
ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিল 
ভেষজ ঔষধি লাল বিট দেহে রক্ত বাড়ায়, ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
সুস্থ দেহে সুন্দর মন, জানুন নীরোগ থাকার মন্ত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা