মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৪, ১৯:২৩| আপডেট : ১২ মে ২০২৪, ১৯:৩৪
অ- অ+

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হার। এ বছর নয়টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড়ে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার ২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।

তবে এবার পাসের হারে এগিয়ে থাকলেও জিপিএ ফাইভ কমেছে। এবার এক লাখ ৮২ হাজার ১৫২ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

রবিবার সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

এ বছর পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছেলে এবং ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন মেয়ে শিক্ষার্থী। এতে মোট জিপিএ-ফাইভ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

প্রাপ্ত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ছাত্র পাস করেছে ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন এবং ছাত্রী পাস করেছে ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। ছাত্রের চেয়ে ছাত্রী ৫৯ হাজার ৪৭ জন বেশি পাস করেছে। ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া এবার জিপিএ ফাইভ পেয়েছে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র এবং ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী। ফলে ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন ছাত্রী বেশি জিপিএ-ফাইভ পেয়েছেন।

এদিকে চলতি বছর নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩শমিক ০৪ শতাংশ। পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। এছাড়া পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। এ বোর্ডে শতকরা ৭৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরিতে পাসের হার ৮১শমিক ৩৮ শতাংশ।

(ঢাকাটাইমস/১২মে/টিএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা