সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৪, ১৭:৪৩| আপডেট : ১২ মে ২০২৪, ১৭:৪৬
অ- অ+

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেনের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছ সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা। রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলা সমবায় মার্কেট সড়কে এই মানববন্ধন করা হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক এম ডানিয়াল রেজা আশরাফ, কার্যকরী সদস্য জমিরুল হক, সাংবাদিক ফয়সাল হোসেন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সদস্য মুরসালিন রহমান, রুবেল বেপারী, বিশ্বজিৎ সরকার, কামরুল ইসলাম লিপু, সোভন সারোয়ার, প্রাণতোষ দেবনাথ, দিন ইসলাম, আল রাফি, মেহেদী হাসান প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ভোটের দিন হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক, তার ভাই গাজীপুর মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ইকবাল হক ও তাদের ভাতিজা তানভীর হক, ভাগিনা জুয়েলরা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল রানাকে মারধর করে। সেই দৃশ্য ধারণ করায় চেয়ারম্যানরা সাংবাদিক গোলজারকে অবরুদ্ধ করে নির্যাতন করেছে। ওই কেন্দ্রে থাকা ৭ জন সাংবাদিককে আধা ঘণ্টা অবরুদ্ধ করে মেরে ফেলা, হাত-পা কেটে নেওয়ার প্রকাশ্যে হুমকি দিয়েছে। এর আগে এমন ঘটনা জেলায় কখনো ঘটেনি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকরা।

উল্লেখ্য, গত বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সময় সাংবাদিক গোলজারসহ অন্য সাংবাদিকেরা হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে পেশাগত দায়িত্ব পালনের সময় হোসেন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হকের নেতৃত্বে সাংবাদিক গোলজারের ওপর হামলা করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মনিরুল হক, তানভীরসহ ১৮ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়।

(ঢাকা টাইমস/১২মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা