শাহজালালে আগুন, ইমিগ্রেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:২০ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৮:৫৬
ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় পরিচালক দেবাশীষ বর্ধণ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক নাম্বার টার্মিনালে আগুন লাগার ঘটনা ঘটে। তবে হঠাৎ কোথা থেকে আগুন লেগেছে তা জানা যায়নি। সেখানে আমাদের সাতটি ইউনিট কাজ করছে। কোনও বড় ধরণের অঘটন ঘটেনি। কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহিদুর রহমান ঢাকাটাইমসকে জানান, যতটুকু দেখা যাচ্ছে আগুনের ভয়াবহতা তেমন না। প্রথমে বেশ কালো ধোঁয়া দেখা গেছে। তবে তা কমে এসেছে।

এদিকে সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে জানান, আগুনের কোনও ঘটনা ঘটেনি৷ তবে কালো ধোঁয়া ছিল, সেটা কমে এসেছে। আমরা এই ধোঁয়ার উৎস খুঁজছি।

ইমিগ্রেশনের কাজ চালু হয়েছে কিনা জানতে চাইলে এই কর্মকর্তা জানান, ধোঁয়ার ঘটনার পর পরই পাওয়ার (বিদ্যুৎ) বন্ধ করে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবেই সে সময় ইমিগ্রেশনের কাজ বন্ধ ছিল। তবে এখন বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক বলে জানান এ কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৫জুলাই/এসএস/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :