বাণিজ্য, স্বাস্থ্য, রেল ও খাদ্যমন্ত্রীর সই জাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৮, ২১:৩২

বিদেশে প্রশিক্ষণের সুযোগ পেতে নার্সদের আবেদনপত্রে চারজন মন্ত্রী ছাড়ও বেশ কয়েকজন সংসদ সদস্য ও সচিবের সই জাল করা হয়েছে।

যেসব মন্ত্রীর সই জাল হয়েছে তারা হলেন: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, রেলপথ মন্ত্রী মুজিবুল হক আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আর সংসদ সদস্যদের মধ্যে আছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নুর তাপস, ওয়ার্কার্সা পার্টির শেখ ফজলে হোসেন বাদশাহ।

সোমবার দুপুরে মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।

সিআইডি কর্মকর্তা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি ব্যবস্থাপনায় নার্সদের বিদেশে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ করার কথা ছিল। এজন্য বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছিল। আর সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এমন কাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় ২০১৭ সালে শেরে বাংলা থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলা তদন্ত করতে গিয়ে এই তথ্য পাওয়া যায়।

এই ঘটনায় তিন জন সরকারি চাকুরেকে কুমিল্লা ও চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন: কুমিল্লার দাউদকান্দির তালতলী গ্রামের অফিস সহকারী আব্দুল কুদ্দুস মিয়া, চাঁদুপুর জেলার শাহারাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের সিনিয়র স্টাফনার্স আবু ইউসুফ এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সিনিয়র স্টাফ নার্স রুহুল বাসার তালুকদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নার্সদের প্রশিক্ষণের জন্য ১৭টি আবেদনে জ্যেষ্ঠ মন্ত্রীদের সুপারিশ দেখে সন্দেহ জাগে পুলিশের। আর এরপরই করা হয় মামলা।

সিআইডি কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরেই এসব অবৈধ কাজ করে আসছিল। তারা মন্ত্রী ও সংসদ সদস্যদের নাম করে ফোন কল করেও নানা সুবিধা আদায় করত। পাশাপাশি এসএমএসের মাধ্যমে তদবিরও করেছে তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইডির অর্গানাইজড ক্রাইম (সিরিয়াস ক্রাইম অ্যান্ড হোমিসাইডাল স্কোয়াড) এর বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার

(সিরিয়াস ক্রাইম স্কোয়াড) রাজিব ফারহান।

ঢাকাটাইমস/১৩আগস্ট/এসএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

জাল সনদে চাকরি: মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

টাকায় কেনা কারিগরি বোর্ডের সনদের তালিকা পেয়েছে ডিবি

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :